Scientific seminar on Advance Technologies In Cell Counting

Scientific seminar on Advance Technologies In Cell Counting

Scientific seminar on Advance Technologies In Cell Counting.

Advance Technologies in Cell Counting বিষয়ের উপর একটি বৈজ্ঞানিক সেমিনার  অনুষ্ঠিত হয়।CBC auto cell counter এখন শুধু ব্লাড সেল কাউন্টিং নয় সাথে সাথে কিছু এডভান্স প্যারামিটার টেস্টিং দিচ্ছে । যার ফলে নতুন নতুন রোগ নির্ণয় সহজ হয়ে যাচ্ছে এবং ট্রিটমেন্ট মনিটরিং করা যাচ্ছে। যেমনটি  ইমম্যাচিউর গ্রানলোসাইট,  নিউক্লিয়েনটেড রেড সেল সহ রেটিকিলোসাইটের ডিফারেন্ট স্টেজ, রেটিকিউলেটেড হিমোগ্লোবিন দিতে পারছে। বিভিন্ন বডি ফ্লুইড যেমন সিএসএফ, প্লুরাল, এসাইটিক, নি-জয়েন ফ্লুইড কাউন্টিং দিতে পারে। ম্যালেরিয়াল প্যারাসাইট ও ডেঙ্গুর মত ইনফেকটিভ ডিজিজ গুলো সেল কাউন্টার সাসপিসিওন ফ্ল্যাগ দেয়। বৈজ্ঞানিক সেমিনারে এডভান্স প্যারামিটার গুলো আলোচনা করি। সেল কাউন্টারের বিভিন্ন ডাটা  কুইজ আকারে উপস্থাপন করি এবং প্রশ্নোত্তর দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ পুরস্কার জিতে নেন।