“Flow Cytometry: Basic to Advanced” ওয়ার্কশপ।
স্থান: Radisson Blu, Dhaka
সময়: ৩০ এপ্রিল – ১ মে ২০২৫ | সকাল ৯টা – সন্ধ্যা ৬টা
এই ওয়ার্কশপে ফ্লো সাইটোমেট্রি প্রযুক্তির প্রাথমিক থেকে উন্নত পর্যায়ের জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে—যা ক্যানসার ও রক্তজনিত জটিল রোগ নির্ণয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশের চিকিতসাবিজ্ঞানে এই প্রযুক্তির সফল প্রয়োগ রোগ নির্ণয়ে গতি, নির্ভুলতা ও চিকিতসার মান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে আয়োজিত এই ওয়ার্কশপ ভবিষ্যত চিকিতসা পেশাজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধাপ।
চলুন, আধুনিক প্রযুক্তি ও গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই!