হেয়ারি সেল লিউকোমিয়া দেখতে কেমন?
হেয়ারি সেল লিউকোমিয়া দেখতে কেমন হয়?
এটি লিম্ফোমা নামক এক ধরনের ব্লাড ক্যান্সারের ভ্যারাইটি।
পেরিফেরাল ব্লাড ফিল্মেও এটি পাওয়া যায়। দেখতে মাথার চুল কাটার পর খাড়া খাড়া চুল গুলো দেখতে যেমন হয়, অথবা ডিম পোচের মত।
Neoplastic cells are medium-sized (slightly larger than small lymphocytes) with pale cytoplasm, with characteristic villous cytoplas-mic projections.The nuclei are oval and often reniformor bean-shaped central nuclei and clumped (granular) or evenly dispersed chromatin, inconspicuous nucleoli, and smooth nuclear membrane. Occasional cases of HCL may display unusual cytology,including blastoid features or highly irregular nuclei.