টোটাল ল্যাব অটোমেশন উন্নত বিশ্বে নতুন না হলেও আমাদের দেশে ধারণাটি নতুন। আমার জানা মতে বেশ কয়েকটি হেলথ সার্ভিস প্রতিষ্ঠান করার চেষ্টা করছে। আজ স্কয়ার হাসপাতাল লিমিটেড তাদের টোটাল ল্যাব অটোমেশন সিস্টেম Roche এর Technical support এ সম্পন্ন করে উদ্বোধন করল। ল্যাবরটরি সিস্টেমের প্রি এনালাইটিক্যাল এনালাইটিক্যাল এবং পোস্ট এনালিটিক্যাল ত্রুটি কমানো, সময় বাঁচানো এবং সর্বাধিক মেশিন ব্যবহার করে খরচ কমিয়ে দেয়। রোগীর শুধুমাত্র স্যাম্পল কালেকশনের সময় মানুষের কাজ ছাড়া বাকি পুরো ল্যাবরেটরির রেজাল্ট দিতে মানুষের কোন স্পর্শ ছাড়াই ল্যাবরেটরী রিপোর্ট তৈরি করে রোগীর কাছে পৌঁছে যাবে। এতদিন জানতাম রোগী অসুস্থ হলে হেলিকপ্টারে করে হাসপাতালে পৌঁছানো হয়, এখন Roche তাদের নতুন ড্রোন টেকনোলজির মাধ্যমে ১০ কিলোমিটার দূর থেকে শ্যাম্পুল /স্পেসিমেন বহন করে ল্যাবরেটরিতে পৌঁছে দিতে পারবে।