১৩ অক্টোবর ‘বিশ্ব থ্রম্বোসিস দিবস’, World Thrombosis Day। ‘থ্রম্বোসিস’ (Thrombosis) একটি ইংরেজি শব্দ যার অর্থ রক্তনালীতে রক্ত জমাট বাঁধা।
কিন্তু থ্রম্বোসিস হলে বা রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে ক্ষতি কি?
রক্তনালীর কাজ হচ্ছে দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে রক্ত পৌঁছে দেয়া। রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলে ঐ অঙ্গটি অকেজো হয়ে পড়ে অথবা মারা যায়। থ্রম্বোসিস রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে।
যদি হৃৎপিণ্ড বা হার্ট (Heart) অথবা মস্তিষ্ক বা ব্রেন (Brain)-র রক্তনালীতে থ্রম্বোসিস হয় তাহলে একজন ব্যক্তি কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারেন। যদি তাৎক্ষণিক মারা না-ও যান, অথবা অন্য কোনো অঙ্গের রক্তনালীতে থ্রম্বোসিস হয়, তাহলে চিরকালের জন্য অসুস্থ হয়ে জীবন যাপন করতে হতে পারে। দেখা গেছে, সারা বিশ্বে মৃত্যুর চারভাগের একভাগ অর্থাৎ ২৫% ক্ষেত্রে থ্রম্বোসিস কোনো না কোনো ভাবে জড়িত।
থ্রম্বোসিস কাঁদের হয়?
থ্রম্বোসিস হওয়ার কারণ অনেক। এটা ধমনী বা আর্টারি (Artery)-তে হতে পারে, যে রক্তনালীগুলো কোনো অঙ্গে রক্ত পৌঁছে দেয়। আবার বড় আকারের শিরা বা ভেইন (Vein)-এ হতে পারে যেগুলো কোনো অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডের ভেতরে বয়ে নিয়ে আসে। কখনও কখনও হৃৎপিণ্ডের কোনো অসুখের কারণে হৃৎপিণ্ডের ভেতরেও থ্রম্বোসিস হতে পারে। হৃৎপিণ্ডের ভেতরের থ্রম্বোসিস ভেঙে গিয়ে কোনো রক্তনালীকে (সাধারণত কোনো ছোট ধমনী) বন্ধ করে দিতে পারে। আবার, বড় কোনো শিরার ভেতরের জমাট রক্ত ভেঙে ছুটে গিয়ে ফুসফুসের ধমনীকে বন্ধ করে দিতে পারে।
হৃৎপিন্ড ও মস্তিষ্কে যে রক্তনালীগুলো রক্ত পৌঁছে দেয় সেগুলোতে থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা বেশী থাকে যদিঃ
• অনিয়ন্ত্রিত ডায়াবেটিস (Diabetes) বা উচ্চ রক্তচাপ (High blood pressure, Hypertension) থাকে
• রক্তে অথবা দেহে চর্বির পরিমাণ বেশী থাকে
• ধূমপান-মদ্যপানের অভ্যাস থাকে
• পরিশ্রম বা ব্যায়াম করার অভ্যাস কম থাকে
অন্যদিকে, বড় বড় শিরা রক্তনালী (Large Veins), যারা পা থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসে, তাদের ভেতরে থ্রম্বোসিস হতে পারেঃ
• একটানা অনেকক্ষণ অথবা অনেকদিন পায়ে নড়াচড়া না হলে, যেমন, একটানা অনেকক্ষণ বসে থাকলে (যেটা প্লেনে অনেক দূরে গেলে) অথবা অনেকদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে
• পেটে বা পায়ে অপারেশন হলে
• কিছু কিছু ক্যান্সারে ও ক্যান্সারের চিকিৎসায়
• বার্ধক্য, অতিরিক্ত ওজন, পায়ের আঁকাবাঁকা শিরা, গর্ভাবস্থা ও হরমোন চিকিৎসায়।
বড় শিরাতে থ্রম্বোসিস হওয়ার একটা বিপদ হচ্ছে এই জমাট রক্ত ছুটে গিয়ে ফুসফুসের রক্তনালীতে আটকে যেতে পারে। এটাকে পালমোনারি এমবোলিজম (Pulmonary Embolism) বলে। এটা পরবর্তীতে ফুসফুসের অসুখ করতে পারে, এমনকি, বেশী বড় আকারের জমাট রক্ত হলে তাৎক্ষনিক মৃত্যুর কারণও হতে পারে।