o রক্ত পরিসঞ্চালন (transfusion theraphy) শুরু করার আগে রোগীর বর্ধিত red cell antigen typing করা উচিৎ যেখানে কমপক্ষে A, B, C, c, D, E, e kell অন্তভুক্ত এবং জিনোটাইপ/ফিনোটাইপ করা উচিৎ।
o যদি রোগী এর মধ্যে blood transfusion হয়ে থাকে তবে antigen type serological পরীক্ষার পরিবর্তে molecular বা আণবিক পরীক্ষা করা প্রয়োজন।
o সকল থ্যালাসেমিয়া রোগীদের ABO Rh(C, c, D, E, e) এবং kell, donor unit blood for ABO C, c, E, e, kell antigen একান্ত প্রয়োজন।
o ব্লাড ট্রান্সফিউশন পরিচালনার আগে একটা সঠিক গ্রুপ এবং একটি antibody screening করা উচিৎ।
o সকল রোগীর জন্য antigen typing, বর্তমান এবং আগের red cell antibody, blood transfusion হার, blood transfusion reaction হার এর সকল রেকর্ড রাখতে হবে। রোগী যদি কখনো অন্য কোন কেন্দ্রে স্থানান্তরিত হয় তবে এই রেকর্ড সেই কেন্দ্রে আগে জেনে নিতে হবে।